দেশের মানুষের মাথাপিছু স্বাস্থ্য-ব্যয় বেড়ে ২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই ব্যয়ের ৬৪ শতাংশ ব্যক্তি নিজের পকেট থেকে খরচ করে। চিকিৎসা-ব্যয় মেটাতে গিয়ে বছরে ৪ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। আজ মঙ্গলবার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে জাতীয় কর্মশালায় এই তথ্য দেওয়া হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনোমিকস ইউনিট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান জিআইজেড দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। হেলথ ইকোনোমিকস ইউনিটের মহাপরিচালক মো. আশাদুল ইসলাম...

